Terms & Conditions
১) শর্তে সম্মতি
Bangla Font Hub (“আমরা/সাইট”) ব্যবহার করে আপনি এই শর্তাবলীতে সম্মতি জানাচ্ছেন। শর্ত না মানলে সাইট ব্যবহার করবেন না।
২) সেবা ও ব্যবহার
- সাইটের ফিচার (যেমন ফন্ট লিস্ট, প্রিভিউ, টাইপিং টেস্ট) যুক্তিসঙ্গত পরিবর্তনসহ প্রদান করা হয়।
- ব্যবহারকারী হিসেবে আপনি আইনসম্মত ও নৈতিক ব্যবহার নিশ্চিত করবেন, ক্ষতিকর স্ক্রিপ্ট/বট/স্ক্র্যাপিং ব্যবহার করবেন না।
৩) অ্যাকাউন্ট (প্রযোজ্য হলে)
- অ্যাকাউন্ট তথ্যের গোপনীয়তা রক্ষা আপনার দায়িত্ব।
- অনুমতিহীন ব্যবহার শনাক্ত হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন।
৪) কনটেন্ট ও মেধাস্বত্ব
- সাইটের লোগো/ডিজাইন/নিজস্ব কনটেন্ট ও কোড আমাদের বা লাইসেন্সারের মালিকানাধীন।
- তৃতীয়-পক্ষ ফন্ট বা সম্পদ তাদের নিজস্ব লাইসেন্স/শর্তাধীন — ডাউনলোড/ব্যবহারের আগে অবশ্যই সংশ্লিষ্ট লাইসেন্স পড়ুন।
- আপনি যখন কনটেন্ট/ফন্ট সাবমিট করেন, আপনি নিশ্চিত করেন যে তা আপলোডের অধিকার আপনার আছে এবং তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন করছে না।
৫) নিষিদ্ধ ব্যবহার
- অবৈধ/অশ্লীল/ঘৃণাত্মক/স্প্যাম কনটেন্ট
- সাইট বা সার্ভারের নিরাপত্তা ভঙ্গের চেষ্টা
- স্বত্বাধিকার লঙ্ঘনকারী কনটেন্ট শেয়ার/হোস্ট
৬) তৃতীয়-পক্ষ লিংক
সাইটে তৃতীয়-পক্ষ ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এগুলোর কনটেন্ট/নীতিমালার জন্য আমরা দায়ী নই। নিজ দায়িত্বে ব্যবহার করবেন।
৭) দায়-সীমা (Limitation of Liability)
সাইট “যেমন আছে” ভিত্তিতে প্রদান করা হয়। প্রত্যক্ষ/পরোক্ষ ক্ষতি, ডেটা ক্ষতি, মুনাফা ক্ষতি ইত্যাদির জন্য আমরা দায়ী থাকব না, প্রযোজ্য আইনের সর্বোচ্চ সীমা পর্যন্ত।
৮) ক্ষতিপূরণ (Indemnity)
আপনার কার্যকলাপ/আপলোড/ব্যবহারজনিত যে কোনো দাবি/ক্ষতির ক্ষেত্রে আপনি Bangla Font Hub-কে ক্ষতিপূরণ দিতে সম্মত হচ্ছেন।
৯) অপসারণ/স্থগিতকরণ
নীতিমালা ভঙ্গ বা নিরাপত্তাজনিত কারণে আমরা পূর্ব-নোটিশ ছাড়াই কনটেন্ট/অ্যাক্সেস অপসারণ বা স্থগিত করতে পারি।
১০) গোপনীয়তা নীতিমালা
ব্যক্তিগত তথ্য ব্যবহারের জন্য আমাদের Privacy Policy প্রযোজ্য হবে।
১১) পরিবর্তন
শর্তাবলী সময় সময়ে আপডেট হতে পারে। পরিবর্তন প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর বলে গণ্য হবে।
১২) আইন ও বিরোধ নিষ্পত্তি
বাংলাদেশের প্রযোজ্য আইন প্রযোজ্য হবে। বিরোধের ক্ষেত্রে প্রথমে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে; প্রয়োজন হলে প্রযোজ্য আদালতের এখতিয়ার প্রযোজ্য।
১৩) যোগাযোগ
ইমেইল: hello@banglafonthub.com
ওয়েবসাইট: banglafonthub.com